• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢামেকে নার্সিং ছাত্রীকে হেনস্তা, বিচার দাবি

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৯:৩১ পিএম

ঢামেকে নার্সিং ছাত্রীকে হেনস্তা, বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালটির এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা নার্সিং কলেজের ভুক্তভোগী প্রথম বর্ষের ছাত্রী রুবিনা পারভিন।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সহপাঠী জেসমিন আঁখি অভিযোগ করে জানান, সকাল থেকে তারা অন্তত ৭ জন শিক্ষার্থী ৭০২ নম্বর ওয়ার্ডে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছিলেন। এ সময় ওয়ার্ডের সামনে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত অরুণ কুমার দাসের (২৫) সঙ্গে ধাক্কা লাগে প্রথম বর্ষের শিক্ষার্থী রুবিনা পারভিনের। এর প্রতিবাদ করলে অরুণ তাকে লাঞ্ছিত ও হেনস্তা করেন। বিভিন্ন কটু কথা শোনান এবং গালাগালি করেন।


তিনি জানান, বিষয়টি জানতে পারলে তারা ঘটনার বিচার দাবিতে একজোট হন। লিখিত অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন।

এদিকে অভিযুক্ত অস্থায়ী কর্মচারী অরুণ দাবি করেন, ধাক্কা লাগার বিষয়টি অনিচ্ছাকৃত হয়েছে। তবে ওই শিক্ষার্থীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার বিষয়ে তিনি স্বীকার করেন।

ঘটনার বিষয়ে হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম বলেন, ‘নার্সিং কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে এক স্টাফের ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। তবে বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।’


এডিএস/

আর্কাইভ