• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মহানায়ককে প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেন সাবিত্রী

প্রকাশিত: মে ২১, ২০২১, ১২:৪৯ এএম

মহানায়ককে প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেন সাবিত্রী

বিনোদন ডেস্ক

সাদা-কালোর যুগ থেকেই বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আলাদা একটি টান আছে। বাংলা সিনেমার ইতিহাসের শুরু থেকেই নায়ক নায়িকাদের রোমান্স, চমক ইত্যাদি বিষয়গুলো নিয়ে তৈরি করা হতো সিনেমার পটভূমি। যার ফলে দর্শকদের কাছে বাংলা সিনেমা আলাদা একটি জায়গা করে নেয়। বাংলা সিনেমায় অভিনয়ের জন্য কিছু চরিত্রের অবদান অপরিহার্য। তবে সব চরিত্রকে ছাপিয়ে বাংলা সিনেমার ইতিহাসের সঙ্গে সবথেকে বেশি জড়িয়ে আছে মহানায়ক উত্তম কুমারের নাম। তিনি আজও বাঙালিদের হৃদয়ে অবস্থান করছেন।     

সে সময় বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের প্রেমে পড়েননি, এমন কোনো নায়িকা খুঁজে পাওয়া বলতে গেলে অসম্ভব ছিল। কারণ সবাই মহানায়কের প্রেমে পড়বে এটাই তো স্বাভাবিক।   

অভিনয়ের সূত্রে সে সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জীও এর বিপরীত ছিলেন না। তিনি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছিলেন উত্তম কুমারকে।

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম যোগ্যতাসম্পন্ন অভিনেত্রী হলেন সাবিত্রী চ্যাটার্জী। তার জন্ম বাংলা দেশের কুমিল্লাতে হলেও ভারত বিভক্ত হওয়ার কারণে, বাংলাদেশ ছেড়ে তিনি পরিবারসহ ভারতবর্ষের কলকাতায় দিদির বাড়ি টালিগঞ্জে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর এখানে আসার পরেই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। তবে অভাবের সংসারে হাল ধরার জন্য অভিনেত্রীকে অভিনয় জগতে পা রাখতে হয়। এ ছাড়া পরিবার বাংলাদেশে থাকায় তাদের জন্যও কলকাতা থেকে টাকা পাঠাতেন সাবিত্রী।

এরপর ভানু বন্দ্যোপাধ্যায় নাটকের জন্য নতুন মুখের সন্ধান করছিলেন। আর তাই সাবিত্রীকে দেখে তার পছন্দ হওয়ায় তিনি তাকে তার দলের অভিনেত্রী হিসেবে কাজের সুযোগ দেন। ‘নতুন ইহুদি’ নামক নাটকটির মাধ্যমে সাবিত্রী দেবী নিজের অভিনয় জগতের যাত্রা শুরু করেন।

আর এরপর তিনি ১৯৫১ সালে ‘সহযাত্রী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দার যাত্রা শুরু করেন। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো মহানায়ক উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। এতে তিনি উত্তম কুমারের পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। মহানায়ক কে প্রথম দেখাতেই তিনি মন দিয়ে ফেলেছিলেন । এরপর তিনি ‘রাতভোর’, ‘নিশিপদ্ম’, ‘ধন্যি মেয়ে’সহ একাধিক বাংলা ছবিতে মহানায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। 

এক সাক্ষাৎকারে অভিনেত্রী সাবিত্রী দেবী বলেছিলেন, ‘প্রেম খানিকটা ছিল, তবে বেশির ভাগটাই রটানো।’ 

এমনকি এও নাকি রটানো হয়েছিল যে, মহানায়ক আর সাবিত্রীদেবী একে ওপরকে বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন যদিও এরকম কিছুই ঘটেনি বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

সাবিত্রী দেবী আরও জানান, মহানায়ক সাবিত্রী দেবীর প্রতি হয়তো কিছুটা হলেও অধিকারবোধ অনুভব করতেন আর তাই বহুবার তার বিয়ে ভেঙে দিয়েছিলেন তিনি। তবে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর সঙ্গে তার সংসার ভেঙে যাওয়ার কারণে তিনি ভীষণই কষ্ট পেয়েছিলেন।

আর তাই মহানায়কের মৃত্যুর পর সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন সাবিত্রী দেবী। এমনকি তিনি কাজের পরিমাণও কমিয়ে দিয়েছিলেন। বর্তমানে অভিনেত্রীকে রুপালি পর্দায় কম বেশি দেখা গেলেও অভিনয় জগতের কোনো কাজের সঙ্গে তিনি আর কোনোভাবে যুক্ত নেই।

মাহি/এম. জামান
আর্কাইভ