• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিনয়শিল্পী দম্পতি রহমত-জলি করোনা পজিটিভ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:৩৪ এএম

অভিনয়শিল্পী দম্পতি রহমত-জলি করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনয়শিল্পী ও শিক্ষক দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি করোনা  পজিটিভ হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারা। শনিবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, জলি ম্যাডামের অবস্থা সংকটাপন্ন। তাই তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

জানা গেছে, গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি। প্রথম দিকে অবস্থা স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে অবনতি হয়। এজন্য ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। যার কারণে তাকেও নেয়া হয় হাসপাতালে।

রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দুজনের বাড়ি রাজশাহী। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয়। এরপর ১৯৮৯ সালে দেশে এসে জলি শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। রহমত আলী যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।

টানা ছয় বছর প্রেম করার পর ১৯৯০ সালে বিয়ে করেন এই দম্পতি। রজত আর সহন নামের দুই পুত্রসন্তান রয়েছে তাদের। নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে দুজনেই কাজ করছেন নিয়মিত।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ