
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৮:২৯ পিএম
বেলা গড়ার সঙ্গে সঙ্গেই এফডিসিতে শিল্পীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সবাই ভোট দিতে আসছেন। এ সময় যে যার প্যানেলের জন্য ভোট চাইতে দেখা যায়।
এ সময় দেশের জনপ্রিয় অভিনেত্রী দীঘিকেও ভোট দিতে আসতে দেখা যায়। তিনি এবার তার বাবার প্যানেল মিশা-জায়েদকে সাপোর্ট করছেন। কারণ এই প্যানেলের হয়ে তার বাবা অভিনেতা সুব্রত সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেয়ার পরে গণমাধ্যমে দীঘি নিজের ভোটের কার্ড দেখিয়ে বলেন, ‘শিল্পী সমিতির ভোটের দিনে প্রতিবার আমি বাবার সঙ্গে আসতাম। দাঁড়িয়ে থেকে ভোট দেয়া দেখতাম। তাতেই আমি খুব খুশি ছিলাম। তবে এবার আমি নিজেই একজন ভোটার। তাই ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং সম্মান বোধ করছি।’
এ সময় দীঘি নিজের বাবার জন্য ভোট চেয়ে আরও বলেন, ‘আমি নিজে ভোট দেয়ার
পাশাপাশি পরিচিত সবার কাছে আমার বাবার জন্যও ভোট চাইছি। আমি চাই আমার বাবা এবার
জয়ী হোক। বাবা এর আগেও নির্বাচনে অংশ নিয়েছেন। তবে এবার উত্তেজনা বেশি হওয়ায়
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সবাই একটু বেশিই আগ্রহী।’
দীঘি ছাড়াও দুপুর গড়ানের সঙ্গে সঙ্গে এফডিসিতে ভোট দিতে আসেন অভিনেতা জাহিদ হাসান, অমিত হাসান, শাকিল খান, অপু বিশ্বাসসহ আরও অনেকে।
এমএএম/ডা