বিনোদন ডেস্ক
দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নাম প্রার্থনা ফারদিন দীঘি। 'আমাদের একটা ময়না পাখি' দিয়ে পরিচয় পাওয়া এই শিশুশিল্পী এখন নায়িকা। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। নায়িকা হিসেবে তার প্রথম অভিনিত সিনেমা 'তুমি আছো তুমি নেই'। এই সিনেমায় অভিনয় করে খুব একটা সফলতা না পেলেও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ধরা হচ্ছে তাকে।
তবে অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায়ও মনোযোগী দীঘি। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। এদিকে, তার রেজাল্ট নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দীঘি। পরীক্ষায় জিপিএ ৩.৭৫ পেয়ে ‘এ মাইনাস’ গ্রেডে কৃতকার্য হয়েছেন বলে জানান তিনি।
অভিনেত্রী দীঘি স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অভিনেতা সুব্রত বড়ুয়া ও অভিনেত্রী দোয়েলের মেয়ে দীঘি। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এমএএম/ফিরোজ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন