• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উইল স্মিথের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ অস্কার কর্তৃপক্ষের

প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ১২:৩০ পিএম

উইল স্মিথের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ অস্কার কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় উইল স্মিথের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার এ নিন্দা প্রকাশ করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিন্দা প্রকাশের পাশাপাশি একাডেমি এ ঘটনার পর্যালোচনাও শুরু করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, 'এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এবং ব্যক্তির সামাজিক আচরণের মানদণ্ডের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

রোববার রাতে একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রক উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে কৌতুক করেন।

এতে মঞ্চে উঠে ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। এটি গতকাল থেকে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা।

এবারের অস্কার আসরে স্মিথ সেরা অভিনেতার পুরস্কার পেলেও, ক্রিসকে থাপ্পড় দেওয়ার ঘটনাই এখন আলোচনার বিষয়।

সাজেদ/
আর্কাইভ