 
              প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৩:৩১ এএম
 
                 
                            
              ঢাকাই সিনেমার চিত্রনায়ক রিয়াজ আহমেদ। অসংখ্য ব্যবসাসফল সিনেমা ভক্তদেরকে উপহার দিয়েছেন তিনি। কন্যার পর এবার ছেলে সন্তানের বাবা হলেন তিনি।
শনিবার (২৬ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি পোস্ট করে সুখবরটি জানান এই অভিনেতা।
ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে আল্লাহর রহমতে আমাদের পরিবার পূর্ণতা পেল। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে আমি ছেলের বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই ভালো আছেন। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী।’
অন্যদিকে তার স্ত্রী মুশফিকা খান তিনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের আব্বাজান। আমিরার ভাইজান। সবার দোয়া কামনায়।’
উল্লেখ্য, ২০০৭ সালের ২২ নভেম্বর মডেল তিনার সঙ্গে বাগদান সারেন রিয়াজ। একই বছরের ১৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।বিয়ের প্রায় আট বছর পর ২০১৫ সালের ৩০ মে প্রথম বাবা-মা হন তারা। মেয়ের নাম রাখেন আমীরা সিদ্দিকী। বর্তমানে তার বয়স ৭ বছর।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      