 
              প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০১:০৮ এএম
 
                 
                            
              শনিবার বিকেলে রাজধানীর বনশ্রীতে মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক ওয়ার’ ছবির একটি ইভেন্টে অংশ নিয়ে দর্শকদের উদ্দেশে চিত্রনায়ক আরিফিন শুভ বলেছেন, আপনারা সিনেমা দেখেন বলে আমার বাসায় বাজার হয়। সুন্দর সুন্দর জামাকাপড় পরে আপনাদের সামনে আসতে পারি।’
‘লাইফ থেকে গুরুত্বপূর্ণ সময় বের করে টাকা খরচ করে গাড়িতে চড়ে সিনেমা দেখতে গিয়ে তারপর একপ্রকার ছারপোকার কামড় খান। সত্যিই বলছি, যদি পারতাম সবার বাড়ি গিয়ে বুকে জড়িয়ে কিছুক্ষণ আপনাদের পাশে বসে থাকতাম।’
তিনি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি প্রায়ই বলতেন আমরা অস্ত্র ট্রেনিং ছাড়াই যুদ্ধে জিতেছি। তেমনি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছুই নাই। বিশ্বাস করেন, অদম্য ইচ্ছেশক্তি দিয়ে আমরা করেই যাচ্ছি। যে মানুষটা তার কষ্টে উপার্জিত টাকা থেকে ৩০০, ৫০০, ১০০০ টাকা খরচ করে সিনেমা দেখছে সেই টাকায় আমার মতো অনেকের ফ্যামিলি চলছে। সেখান থেকে প্রযোজকরা টাকা পাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি এসব দর্শকদের ঠকাতে চাই না।
১৩ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাক ওয়ার’ ছবি নিয়ে শুভ বলেন, স্পষ্ট করে বলছি যারা আমার উপর আস্থা রেখে ছবিটা দেখতে হলে আসবেন আমি আমার জায়গায় ১০০ পার্সেন্ট করেছি কিনা সেটা আপনারা জাজ করবেন। আপনারা যেমন মায়া করে সিনেমা দেখতে আসেন, আমরাও সবকিছু ত্যাগ করে সিনেমা করছি। জানি অনেক ভুল আছে। টাইটানিক সিনেমাতেও ২২ টা ভুল আছে। বাহুবলী, থর এও ভুল ছিল। ছারপোকা একটু কামড়ালে কামড়াক তারপরও আপনারা হলে গিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ দেখুন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      