• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

এবার ‘মেঘনাকন্যা’ হয়ে আসছেন ববি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১১:১০ এএম

এবার ‘মেঘনাকন্যা’ হয়ে আসছেন ববি

এবার ‘মেঘনাকন্যা’ হয়ে আসছেন ববি

বিনোদন ডেস্ক

বছরের শুরুতেই ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ‘চালাও গুলি’ শিরোনামে আইটেম গানে দেখা গেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। এবার নতুন বছরের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই এ নায়িকার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এলো। ছবির নাম ‘মেঘনাকন্যা’।

গ্রাম শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে চলেছে মেঘনাকন্যা সিনেমা।  সিনেমায় সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে ববিকে।

নতুন ছবির বিষয়ে ববি বলেন, নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল বিজলী। মেঘনাকন্যাও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। এ ছবিতে নতুন এক ববিকে দেখতে পাবেন দর্শকরা।

আনোয়ার আজাদ ফিল্মস ও এসজে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে ববি ছাড়াও অভিনয় করছেন সাজ্জাদ হোসাইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।

আর্কাইভ