প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১০:৩৫ এএম
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ মিডিয়ায় নিজের সম্পর্কে কিছুই বলতে চান না। এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।
দুই বাংলায় সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে এপার বাংলার অভিনেত্রী ফারিণ অভিনীত ‘আরও এক পৃথিবী’। সিনেমাটি মুক্তির আগে তাই ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। কলকাতায় নিজের প্রথম ছবি মুক্তি পাওয়ায় নিজেকে বেশ সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি। কলকাতার নতুন ছবি প্রসঙ্গে ফারিণ জানান, তার অভিনীত ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ ওয়েব সিরিজের অভিনয় দেখে ‘আরও এক পৃথিবী’ সিনেমার পরিচালক অতনু ঘোষ আমার সঙ্গে যোগাযোগ করেন। নতুন এ সিনেমাটিতে তাকে দেখা যাবে প্রতীক্ষা চরিত্রে অভিনয় করতে। এ চরিত্রে সংলাপ নয়, মুখের অভিব্যক্তির ওপর বেশ জোর দিতে হয়েছিল ফারিণকে।
সংখ্যার তুলনায় কাজের গুণগত মানের প্রতি বেশি সচেতন হওয়ায় অনেক কাজের অফার পেলেও ফারিণের অভিনয় করার সুযোগ হয় না। গল্প সুন্দর হলেই কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন তিনি।
ব্যক্তিজীবনকে সব সময় পেশাগত ও মিডিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন তিনি। ফারিণের ভাষায়, ব্যক্তিগত জীবনে ইন্ডাস্ট্রির কোনো বন্ধু নেই। আবার পেশাদার জীবনেও ব্যক্তিগত জীবনের কোনো বন্ধু নেই আমার।
এনএমএম/এএল