 
              প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০২:৫২ এএম
-20230824145212.jpg) 
                 ছবি: সংগৃহীত
কারিনা কাপুর ও সাইফ আলি খান, দু’জনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। যদিও তারা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন তারা। ২০১২ সালে বিয়ে করেন এই জুটি। দাম্পত্যের বয়স প্রায় ১২ বছর। এতগুলো বছর সংসার করছেন দুই সন্তানের মা কারিনা। গুছিয়ে সংসার করলেও হেঁশেলে পা রাখেননি কোনও দিনও। রান্নাবান্না একেবারেই পারেন না তিনি। খানিকটা অকপটেই স্বীকার করলেন, পানি পর্যন্ত নাকি গরম করতে পারেন না কাপুর কন্যা। তাই সাইফের মতো স্বামী পেয়েই ভাগ্যবতী মনে করছেন নিজেকে।
ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকে তাদের। তবু তার মাঝে সময় করে শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো— সব দিক বজায় রাখেন কারিনা। তার মধ্যে থেকে সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান। বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ যেমন অটুট, তেমনই ব্যক্তিগতভাবেও বদলাননি কারিনা। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। সেখানেই তার দাম্পত্যের অজানা এক দিক তুলে ধরলেন সাইফপত্নী।
এমনিতেই প্রতি মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে জীবন উপভোগ করেন কারিনা। তিনি জানান, সপ্তাহান্তে কোনও কাজ না রাখার চেষ্টা করেন সাইফও। দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরের সঙ্গে সময় কাটান। রান্নাবান্না করেন, ছেলেদের সঙ্গে খেলাধুলা করেন। কারিনার কথায়, পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল আর কিছু হতে পারে না। পাশাপাশি কারিনা জানান, রান্নার দিকে সাইফ যত পারদর্শী, তিনি ততটাই কাঁচা। তার ভরসা অনলাইন খাবারের অ্যাপ। কারিনার কথায়, সাইফ অসম্ভব ভাল রান্না করে, বিশেষত ইতালীয় রান্না দুর্দান্ত রাঁধে। আমি গর্বিত এমন একজনকে স্বামী হিসেবে পেয়ে। কিন্তু আমার ভরসা ফুড অ্যাপ। ঠিক মতো পানিও গরম করতে পারি না।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      