• ঢাকা রবিবার
    ১৩ অক্টোবর, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত অভিনেত্রী সাবিলা নূর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০১:৪৫ এএম

ডেঙ্গু আক্রান্ত অভিনেত্রী সাবিলা নূর

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

এবার ডেঙ্গু আক্রান্ত হলেন মডেল ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বার্তায় নিজেই অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে সবার কাছ থেকে দোয়া চেয়েছেন তিনি। শুধু তাই নয়, হাতে ক্যানোলা লাগানো অবস্থায় একটি ছবিও আপলোড করেছেন সাবিলা। ক্যাপশনে লিখেছেন, কিছুক্ষণের জন্য আপনাদের হৃদয়ে আমাকে রাখুন।

জানা গেছে, প্রথমে বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হলে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সাবিলার অসুস্থতার বিষয়ে তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাবিলার জ্বর ছিল। বাসায়ই চিকিৎসা নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে প্রেসার লো হওয়ায়, হাসপাতালে ভর্তি করাই। আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ