
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৯:২৩ পিএম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। স্বাধীনতা দিবসেই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল। গেল ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্রও পায়। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ছাড়পত্রটি স্থগিত করেছে সেন্সর বোর্ড।
বাংলাদেশ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, জাতির জনককে নিয়ে সিনেমা, তাই এটি স্পর্শকাতর। বোর্ডের কিছু সদস্য মনে করছেন, সিনেমাটি পুনরায় দেখার প্রয়োজন। তাই সিনেমাটি আবারও দেখব। এরপর জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত জানানো হবে।
প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘পুরো বিষয়টি সেন্সর বোর্ড জানে। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
শামীম আহমেদ রনির চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান। এর গল্পে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেটি তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে জাতির পিতার চরিত্রে দেখা যাবে নবাগত শান্ত খানকে। যিনি প্রযোজক-পরিচালক সেলিম খানের পুত্র। তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।
নাজমুল/মাহফুজ