• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বক্ষব্যাধি : ইমার্জেন্সিতে কী করা উচিত

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১০:৩৬ এএম

বক্ষব্যাধি : ইমার্জেন্সিতে কী করা উচিত

সিটি নিউজ ডেস্ক

বক্ষব্যাধির বেশ কিছু ইমার্জেন্সি দেখা দেয়। অনেকে এগুলোকে আমলে আনতে চান না। রোগ পালন করে অকালে ঝরে পড়ে অনেক প্রাণ। অথচ একটু সচেতন হলে প্রাণগুলো রক্ষা করা যায়। ধরনের রোগ নিয়ে আজকের আলোচনা।

হঠাৎ করে তীব্র হাঁপানি-শ্বাসকষ্ট : যদি হঠাৎ করে হাঁপানির তীব্রতা বেড়ে যায় এবং ইনহেলারের ডোজ দ্বিগুণ করার পরও যদি শ্বাসকষ্ট না কমে তাহলে দেরি না করে তখনই রোগীকে হাসপাতালে নিয়ে আসবেন। যদি বিশ্রামের সময় শ্বাসকষ্ট থাকে, এক নিঃশ্বাসে একটি বাক্য বলতে না পারে, গলা দিয়ে তীব্র আকারে বাঁশির মতো শব্দ হয়, শ্বাসকষ্টের জন্য রাতে ঘুমাতে না পারে, শরীর নীল বর্ণ হয়ে যায়, অজ্ঞান ভাব হয় এই উপসর্গগুলো থাকলে কালবিলম্ব না করে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে।

অ্যাকিউট এক্সারবেশন অব সিওপিডি : দীর্ঘদিনের ধূমপানের ইতিহাস, বয়স ৪০-এর বেশি, দীর্ঘদিনের কাশি শ্বাসকষ্টের ইতিহাস থাকে, পরিবেশের তারতম্যের কারণে শ্বাসকষ্ট বেড়ে যায় ধরনের রোগীর যদি হঠাৎ করে শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে যায়, কফের পরিমাণ বেড়ে যায়, কফের রঙ হলুদ-সবুজ হয় এবং এর সঙ্গে যদি জ্বর, কাশি, বাঁশির মতো শব্দ আগের চেয়ে বেড়ে যায় তাহলে দেরি না করে অতি সত্বর হাসপাতালের জরুরি বিভাগে আসতে হবে। ছাড়া দীর্ঘদিনের কফের সঙ্গে শরীর নীল হয়, পা ফুলে যায়, অজ্ঞান ভাব হয় বিলম্ব না করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাবেন।

টেনশন নিউমোথেরাক্স : হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট একদিকে বুকে ব্যথা থাকলে এর সঙ্গে পূর্বের ফুসফুস সংক্রান্ত জটিলতা যেমন ক্রনিক কফ, যক্ষ্মা, হাঁপানি-কাশির ইতিহাস, ফুসফুসে ফোড়ার ইতিহাস থাকলে, ফুসফুসে পূর্বের জটিলতা ছাড়াও তীব্র শ্বাসকষ্ট হতে পারে জন্মগত কারণ থাকলে অনেক সময় টেনশন নিউমোথেরাক্স হতে পারে এবং হৃদরোগ আলাদা করা কঠিন হয়ে যায়। তাই রকম সমস্যা থাকলে অতি সত্বর হাসপাতালের জরুরি বিভাগে যেতে হবে।

নিউমোনিয়া : অল্প দিনের বেশি জ্বরের ইতিহাস এবং এর সঙ্গে প্রথম শুকনা কাশি, পরে মরিচা রঙের মতো কফ বের হলে বুকে ব্যথা শ্বাসকষ্ট হলে দেরি না করে জরুরি বিভাগে নেওয়া প্রয়োজন। ছাড়া বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, শোয়ার কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হলে, পূর্বে হৃদরোগের ইতিহাস থাকলে অতি সত্বর রোগীকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। হঠাৎ করে বুকে তীব্র ব্যথা, সঙ্গে গায়ে ঘাম দেওয়া, বুকের মাঝে চাপ চাপ লাগা, শ্বাসকষ্ট থাকলে, হৃদরোগ হয়েছে বলে সন্দেহ করা হয়।

তারিক/এম. জামান/ডাকুয়া

আর্কাইভ