 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১১:৫৬ পিএম
-20230202115623.jpg) 
                 ছবিঃ সংগৃহীত
চিকিৎসকদের সততা ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি হাসপাতালেই এখন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাই চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিতে হবে।
২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের পরিচালনা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর হাসপাতালের একটি কক্ষে এ সভার আয়োজন করা হয়।
চিকিৎসা সেবার মান্নোয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, সদর হাসপাতালের নতুন ভবন বরাদ্ধ দেয়ায় দ্রুত এর উন্নয়ন কাজ চলছে।
সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা রূপান্তর করা হয়েছে। সুতরাং মানুষ যেন চিকিৎসা নিতে এসে ফিরে না যায়, সেদিকে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক-সেবিকা ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      