 
              প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৩:১১ এএম
-20230816151126.jpg) 
                 ছবি: সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) বিনামূল্যে একজন দরিদ্র রোগীর ভালভ প্রতিস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান থেকে জটিল এ মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করা হয়।
এনআইসিভিডি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদের নেতৃত্বে অপারেশনটি সম্পন্ন হয়। অপারেশনে সহযোগী হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ডা. সাজেদুল বারী, ডা. মনোজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন, ডা. আশিকুল ইসলাম এবং রেসিডেন্ট চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ, ডা. গোপাল চন্দ্র শীল, ডা. সাইফুল ইসলাম রিসানসহ এনেসথেসিওলজিস্ট ও পারফিউশনিস্ট।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের সার্বিক তত্ত্বাবধানে ও এনআইসিভিডি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের পরিচালনায় অপারেশনটি কোনো প্রকার জটিলতা ছাড়াই সম্পন্ন হয়। মো. মোশাররফ হোসেন নামের ওই রোগী বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      