• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভন ডের লেইনের সঙ্গে ম্যাক্রো-আর্থিক সহায়তা নিয়ে আলাপ জেলেনস্কির

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৭:৩৮ এএম

ভন ডের লেইনের সঙ্গে ম্যাক্রো-আর্থিক সহায়তা নিয়ে আলাপ জেলেনস্কির

ছবি: ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

জেলেনস্কি, ভন ডের লেইনের সঙ্গে ২০২৩ সালের জন্য ইউক্রেনে ম্যাক্রো-আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে একটি ফোন কলে ২০২৩ সালের ইউক্রেনের জন্য ম্যাক্রো-আর্থিক সহায়তা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসনকে সমর্থনকারী ইরানের বিরোধিতা নিয়ে আলোচনা করেছেন।

ইউক্রিনফর্মের প্রতিবেদনে, রাষ্ট্রপ্রধান টুইটারে এই কথা বলেছেন।

"ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেয়েনের সঙ্গে চলতি বছর এবং ২০২৩ সালের জন্য ইউক্রেনের জন্য ম্যাক্রো-ফিন সহায়তা নিয়ে আলোচনা করেছেন। বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য শস্য উদ্যোগ অব্যাহত রাখার গুরুত্ব উল্লেখ করেছেন," জেলেনস্কি লিখেছেন।

উভয় পক্ষ নিষেধাজ্ঞা জোরদার করা এবং রাশিয়ার আগ্রাসনকে সমর্থনকারী ইরানের পদক্ষেপের বিরোধিতা নিয়েও আলোচনা করেছে।

২০২৩ সালের জন্য ইউক্রেনের রাষ্ট্রীয় বাজেটের অর্ধেক অর্থায়ন করা হবে দেশের নিজস্ব সম্পদ থেকে, এবং আন্তর্জাতিক অংশীদাররা বাকি অর্থায়নে সহায়তা করবে।

ইইউ প্রতি মাসে ইউক্রেনকে ১.৫ বিলিয়ন ইউরো সহায়তা দিতে চায়, যা ২০২৩ সালে ১৮ বিলিয়ন ইউরো হতে পারে।

 

এসএই/এএল

 

আর্কাইভ