• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারতে স্যাটেলাইট ফোনসহ সাবেক রুশ মন্ত্রী গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১০:৩১ পিএম

ভারতে  স্যাটেলাইট ফোনসহ সাবেক রুশ মন্ত্রী গ্রেফতার

পূর্বানুমতি ছাড়া ভারতের বিমানবন্দরে কোনো স্যাটেলাইট ফোন বহনের অনুমতি নেই।

আন্তর্জাতিক ডেস্ক

যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহনের দায়ে ভারতের উত্তরাখণ্ডে সাবেক এক রুশ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহনের দায়ে রোববার (২৭ নভেম্বর) উত্তরাখণ্ডের দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে নিরাপত্তা চেকের সময় সাবেক রুশ মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই সাবেক মন্ত্রীর নাম ভিক্টর সেমেনভ। ৬৪ বছর বয়সি ভিক্টর ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাশিয়ার কৃষি ও খাদ্যমন্ত্রী ছিলেন। বিমানবন্দরে কর্মরত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের(সিআইএসএফ) জওয়ানরা বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করে। তিনি ইন্ডিগোর ফ্লাইটে দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।

সিআইএসএফের জওয়ানদের জিজ্ঞাসাবাদে সাবেক রুশ মন্ত্রী জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার জন্য তিনি স্যাটেলাইট ফোন রেখেছেন। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পূর্বানুমতি ছাড়া ভারতের বিমানবন্দরে কোনো স্যাটেলাইট ফোন বহনের অনুমতি নেই।

 

সজিব/

আর্কাইভ