• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিরিয়ানির হোটেলে বিক্রির সময় ৫০০ মরা মুরগি জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৪:১৯ এএম

বিরিয়ানির হোটেলে বিক্রির সময় ৫০০ মরা মুরগি জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুরায় বিভিন্ন হোটেল ও বিরিয়ানি হাউজগুলোতে কমদামে বিক্রির সময় ৫০০ পিস মরা মুরগি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে মাগুরা পৌরসভার বড় বাজারে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।  মাগুরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম জানান, মুরগিগুলো জেলার বিভিন্ন হোটেল এবং বিরিয়ানি হাউজগুলোতে কমদামে বিক্রয় করা হতো।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কসাইখানা পরিদর্শক রিয়াজ খান মরা মুরগি বিক্রির তথ্য নিশ্চিত করলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০০ মরা মুরগি (৪০০ কেজি) জব্দ করা হয়। পরে ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গ্রেপ্তার রফিকুলকে কারাগারে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ