 
              প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৬:০৯ পিএম
-20230411060909.jpg) 
                 
                            
              ভরা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। চলছিল পবিত্র কুরআনের তিলাওয়াত। এ সময় একটি বিড়াল আশপাশ দেখে ইমামের বুকের কাছে লাফ দিয়ে উঠে। ইমামও বিরক্ত না হয়ে বিড়ালটিকে আদর করার পাশাপাশি কাঁধে উঠতে সহযোগিতা করেন। কিছুক্ষণ কাঁধে অবস্থানের পর বিড়ালটি আবার লাফ দিয়ে চলে যায়।
আলজেরিয়ায় বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ইমাম শায়খ ওয়ালিদ মাহসাসকে এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়েছে আলজেরিয়ার সরকার। খবর গ্লোবাল ভিলেজ স্পেসের।
গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, বিড়ালটি কাঁধে উঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কুরআন তিলওয়াত করে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় বিড়ালটি। এর পর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে চলে যায়।
বিড়ালের প্রতি ইমামের দয়া বিশ্বের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিমদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেন ইমাম শায়খ ওয়ালিদ মাহসাস।
এঘটনার পর আলজেরিয়ার সরকার ইমাম ওয়ালিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে। আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      