• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সুইডেনের ন্যাটোতে যোগদানে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান

প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৯:০৯ পিএম

সুইডেনের ন্যাটোতে যোগদানে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হাকান ফিদানের সঙ্গে রোববার (৪ জুন) ইস্তাম্বুলে সাক্ষাৎ করেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

বৈঠকের পর ন্যাটো মহাসচিব বলেন, সুইডেন সদস্যপদ পেলে তারা নিরাপদে থাকবে। একইসঙ্গে এর মাধ্যমে ন্যাটো ও তুরস্ক আরও শক্তিশালী হবে।
 


তিনি বলেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব (ন্যাটোতে) সুইডেনের যোগদান চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছি।

এর আগে ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে ফিনল্যান্ডকে ছাড়পত্র দেয় তুরস্ক। দেশটি এপ্রিলে ন্যাটোর ৩১তম দেশ হিসেবে যোগ দেয়।
 
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত বছরের মে মাসে সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সুইডেন।  নতুন কোনো দেশ ন্যাটোর সদস্য হতে চাইলে বর্তমান সদস্য দেশগুলোর প্রত্যেক দেশকে এর অনুমোদন দিতে হবে।


এডিএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ