• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ার হয়ে আবারো যুদ্ধ করছে ওয়াগনার বাহিনী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০২:১৪ এএম

রাশিয়ার হয়ে আবারো যুদ্ধ করছে ওয়াগনার বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হয়ে আবারো যুদ্ধ করছে ভাড়াটে বাহিনী ওয়াগনার। দেশটির দনবাসে তাদের যুদ্ধ করতে দেখা গেছে। বুধবার মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাতকারে কিয়েভের শীর্ষ এক সামরিক কর্মকর্তা এ দাবি করেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগের উপপ্রধান সেরহি শেরেভাতি জানান, কয়েকশ ওয়াগনার সেনাকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করতে দেখা গেছে।

ওয়াগনার সদস্যরা যুদ্ধক্ষেত্রে নিজেদের লুকাচ্ছে না বলে দাবি করেন শেরেভাতি। তিনি বলেন, তারা আমাদের সেনাদের ভয় দেখাবে এবং এ থেকে আরও একটি বিষয় প্রমাণিত হয় তারা আরও রক্তলোলুপ হয়ে উঠেছে।

এই কর্মকর্তা আরও বলেন, ‘ওয়াগনারের যেসব সেনা বেশি ভাগ্যবান, তাদের আফ্রিকায় পাঠানো হয়েছে। কারণ সেখানে টাকার পরিমাণও বেশি। আর তুলনামূলক কম ভাগ্যবানদের আবারো ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে।’

শেরেভাতি বলেন, ‘আমাদের যোগাযোগ বিভাগ ও গোয়েন্দা ইউনিট নিশ্চিত করেছে দনবাসের রণক্ষেত্রে আবারো ফিরে এসেছে ওয়াগনার।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ