• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদরদফতরে রকেট হামলা

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ০২:৫৪ পিএম

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদরদফতরে রকেট হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলের নাকোরায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদরদফতরে রকেট হামলা হয়েছে। (ছবিটি সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক

 

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদফতরে রকেট হামলা হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৫ অক্টোবর) দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্সেস ইন লেবানন (ইউএনআইএফআইএল) এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে আনাদুলো এজেন্সি জানায়, রোববার ইউএনআইএফআইএল মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের নাকোরায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদরদফতরে রকেট হামলা হয়েছে। এছাড়া আর কোনও বিস্তরিত তথ্য জানাননি তিনি।

এ হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইউএনআইএফআইএল কমান্ডার চিফ জেনারেল আরল্ডো লাজারোকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেছেন।

এক বিবৃতিতে মিকাতির কার্যালয় জানিয়েছে, তিনি (মিকাতি) ইউএনআইএফআইএল-এর সঙ্গে সম্পূর্ণ একাত্মতার ওপর জোর দিয়েছেন।

হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে পুনরায় উত্তপ্ত হয়ে ওঠেছে ইসরাইল-লেবানন সীমান্ত। গত সপ্তাহে হামাসের হামলার পর থেকে অভিন্ন এ সীমান্তজুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণ করে আসছে। এর ফলে গাজার পাশাপাশি লেবাননের সঙ্গে ইসরাইলের নতুন সংঘাত তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে তা বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে ইরান।

 

সাজেদ/

আর্কাইভ