• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০১:১১ এএম

ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন। শহরজুড়ে আবারও রকেট হামলার প্রতিধ্বনি শোনা গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে। এর ফলে তেল আবিবে ও তার চতুর্পাশে সাইরেন বেজে উঠেছে।

হামাসের এ হামলার কারণে তাৎক্ষণিক হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলি পুলিশ স্থানীয়দের নিরাপদে থাকার জন্য বার্তা দিয়েছে।

হামাস এ হামলার মাধ্যম আবারও তাদের সক্ষমতার জানান দিয়েছে। এর মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে যে তাদের কাছে দূর থেকে লক্ষ্যে আঘাতকারী রকেটের সক্ষমতা এখনও অবশিষ্ট রয়েছে।

লোহিত সাগরে জাহাজে হামলায় তেলের দাম বৃদ্ধির আশঙ্কা
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ( আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের হামলায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার গাজায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হন।

একই সময়ে আইডিএফ জানায়, গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ইসরায়েলের আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই দুই সেনা গোলানি ব্রিগেডের ১৩ ব্যাটালিয়নের সদস্য।

এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধীদলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানালেন।

রোববার (১৭ ডিসেম্বর) ইয়ার ল্যাপিড বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। যুদ্ধের সময়ও দেশে নির্বাচন হতে পারে।

অন্যদিকে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

 

জেকেএস/

আর্কাইভ