• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হুথি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন জোট

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৪:০২ পিএম

হুথি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় আগ্রাসন ও হত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলমুখী জাহাজে সুযোগ পেলেই হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। হামলার ভয়ে বহুজাতিক তেল কোম্পানি বিপি জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে লোহিত সাগরে নিরাপত্তা জোরদারে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র। হুথি ঠেকাতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন করেছে দেশটি।

সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১০-জাতি ‘বহুজাতিক নিরাপত্তা উদ্যোগে’ যোগদানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, সিসিলি ও বাহরাইন অন্যতম। এএফপি, বিবিসি।

এক সংবাদ সম্মেলনে লয়েড অস্টিন বলেন, ‘হুথি গোষ্ঠীর এই হামলাগুলো বেপরোয়া, বিপজ্জনক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। আমরা এই হুমকি মোকাবিলায় একটি আন্তর্জাতিক জোট গঠনের পদক্ষেপ নিচ্ছি। এটি শুধু একটি মার্কিন সমস্যা নয় বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তাই এটি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দাবি রাখে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ