• ঢাকা শনিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:০২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনঃস্থাপন করার ইঙ্গিত দিয়েছেন রুশ কর্মকর্তরা।

রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, বুধবার (৫ নভেম্বর) ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পকে অভিনন্দন জানানোর বিষয়ে প্রেসিডেন্টের পরিকল্পনা সম্পর্কে আমি অবগত নই।’

তিনি বলেন, ‘ভুলে যাবেন না যে, আমরা এমন একটি দেশের কথা বলছি যেটি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িত।’ 

যদিও কিছুটা ভিন্ন সুরে কথা কথা বলেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের সিইও এবং রাশিয়ার সিনিয়র রাজনৈতিক অভিজাতদের একজন কিরিল দিমিত্রিয়েভ। 

তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলেছে, ট্রাম্পের দল তাদের বিরুদ্ধে পরিচালিত একটি ‘বড় আকারের বিভ্রান্তিমূলক প্রচারাভিযান সত্ত্বেও’ জয় পেয়েছে। 

তিনি বলেন, ‘তাদের (রিপাবলিকানদের) বিশ্বাসযোগ্য জয় এটিরই প্রমাণ যে, সাধারণ আমেরিকানরা বাইডেন প্রশাসনের মিথ্যা, অযোগ্যতা এবং বিদ্বেষে ক্লান্ত।’ 

পুতিন-ঘনিষ্ঠ দিমিত্রিয়েভ আরও বলেছেন, এর মাধ্যমে (ট্রাম্পের জয়) রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে পা রাখবেন তিনি।  

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। 

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

আর্কাইভ