• ঢাকা বৃহস্পতিবার
    ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে অজিত দোভাল ও আসিম মালিকের ফোনালাপ

প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৯:৪২ এএম

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে অজিত দোভাল ও  আসিম মালিকের ফোনালাপ

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের চালানো হামলার জবাবে প্রতিক্রিয়া হিসেবে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়। খবর ডন-এর।

বলা হচ্ছে, চলমান যুদ্ধাবস্থার মধ্যেই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে উত্তেজনা কমানোর বিষয়সহ নানা দিক উঠে আসে। 

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে দারকে প্রশ্ন করা হয়েছিল, চলমান পরিস্থিতিতে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে কি না। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।’

সম্প্রতি পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। ওদিকে ২০১৪ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল।

প্রসঙ্গত, গেল এপ্রিলে পহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে দুই ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে এই হামলার পর পাকিস্তানও পালটা হামলা শুরু করেছে। গত রাত থেকে দুই দেশের সীমান্তে ভারী গোলাবর্ষণ চলছে।

আর্কাইভ