• ঢাকা শুক্রবার
    ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে’

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৯:২১ এএম

‘আমরা যখন আঘাত করব, পুরো বিশ্ব জানবে’

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটি দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই দাবি নাকচ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর সামা টিভি ও বিবিসির।

সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত’ অনুষ্ঠানে এ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘যখন আমরা (পাকিস্তান) আঘাত করব, তখন পুরো বিশ্ব তা জানতে পারবে।’

সামা টিভির ‘রেড লাইন উইথ তালাত’ নামক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা (পাকিস্তান) পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। তবে আমাদের সামরিক প্রস্তুতি অক্ষুণ্ন রয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তান জম্মুতে আঘাত হেনেছে। কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব, তখন পুরো বিশ্ব তা জেনে যাবে।’

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ