• ঢাকা শুক্রবার
    ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারত ‍‍`সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ‍‍` করছে, দাবি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতের

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০২:০৮ পিএম

ভারত ‍‍`সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ‍‍` করছে, দাবি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ” বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি পাকিস্তানকে “আসল উত্তেজনা বৃদ্ধিকারী” হিসেবে উল্লেখ করে ভারতের অবস্থান পূণর্ব্যাক্ত করেন। তিনি বলেন, দিল্লি কেবল ইসলামাবাদের পদক্ষেপের জবাব দিচ্ছে।

গত ২২শে এপ্রিল পর্যটকদের ওপর হামলার জন্য “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের” দায়ী করেছে ভারত, যেখানে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল- যে ঘটনায় কোনো যোগসূত্র অস্বীকার করেছে ইসলামাবাদ।

ভারত পাকিস্তানের সঙ্গে ‍‍`যুদ্ধে‍‍` লিপ্ত কিনা–– উপস্থাপকের এমন প্রশ্নে কোনো স্পষ্ট জবাব না দিলেও “ভারত সন্ত্রাসীদের সাথে যুদ্ধে লিপ্ত” বলে মন্তব্য করেন কোয়াত্রা।

উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, এমন প্রেক্ষাপটে বর্তমান উত্তেজনা পারমাণবিক যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে পারে কিনা–– এমন প্রশ্নের জবাবে মি. কোয়াত্রা জবাব দেন, “এটা আপনার পাকিস্তানের কাছে জানতে চাওয়া উচিত”।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শিগগিরই সিএনএনের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হবেন বলেও জানানো হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ