• ঢাকা শুক্রবার
    ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা

ভারত চায়, এক্সের ৮০০০ অ্যাকাউন্ট বন্ধ রাখা হোক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৩:২২ পিএম

ভারত চায়, এক্সের ৮০০০ অ্যাকাউন্ট বন্ধ রাখা হোক

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত সরকারের আদেশে তারা ভারতে আট হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে।

এই তালিকায় পাকিস্তানের গণমাধ্যম ডন এবং জিও টিভি-র অ্যাকাউন্টসহ দেশটির অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এক্স তাদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেল থেকে এক পোস্টে বলেছে, “সরকারি আদেশ মান্য করতে আমরা নির্দিষ্ট অ্যাকাউন্টগুলো কেবলমাত্র ভারতে আটকে রাখব। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে ভারত সরকারের দাবির সঙ্গে আমরা একমত নই।”

এই প্ল্যাটফর্মটি তাদের নিজেদের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম-এর ভারতীয় হ্যান্ডেলটিও সাময়িকভাবে আটকে রেখে পরে তা পুনরায় চালু করে।

এক্স বলেছে, অ্যাকাউন্ট আটকে দেয়া বা বন্ধ রাখা সহজ সিদ্ধান্ত নয়। তবে তারা এটি করছে যেন ভারতীয়দের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকে। তারা আরও বলে, এই ব্লক করার আদেশ “অপ্রয়োজনীয় এবং এটি মূলত সেন্সরশিপ”।

ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম বলেছে, তারা “সব সম্ভাব্য আইনি পথ খতিয়ে দেখছে।”

এক্স ইতিমধ্যে ভারত সরকারের বিরুদ্ধে একটি পৃথক আদালতে মামলায় লড়ছে এবং একটি মামলা দায়ের করেছে, যেখানে মোদী সরকারের বিরুদ্ধে এই প্ল্যাটফর্মে কনটেন্ট সেন্সর করতে আইনের অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, ভারত সরকারের সমালোচনার জন্য পরিচিত ওয়েবসাইট দ্য ওয়্যারও অভিযোগ করেছে যে, ভারতের আইটি মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা তাদের ওয়েবসাইট ব্লক করেছে। তারা একে ‍‍`স্পষ্ট সেন্সরশিপ‍‍` বলে অভিহিত করেছে।

ভারত সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ