• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৮:৩১ পিএম

ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

লাইন অফ কন্ট্রোলে (এলওসি) ভারতীয় গোলাবর্ষণের জবাবে কেবল "ভারতীয় সামরিক পোস্টের বিরুদ্ধে ছোট অস্ত্র ব্যবহার করা হচ্ছে" বলে তিনি দাবি করেন।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পাকিস্তান ড্রোন বা রকেট হামলায় জড়িত নয়। আমরা শুধু ছোট অস্ত্র দিয়ে ভারতীয় ফাঁড়িগুলোকে লক্ষ্য করছি যারা বেসামরিক জনগণের ওপর গুলি চালাচ্ছে।"

তিনি ভারতের অভিযোগকে "সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করে বলেন, "আধুনিক যুদ্ধের ক্ষেত্রে প্রতিটি হামলার ইলেকট্রনিক সিগন্যাল থাকে। ভারতীয় মিডিয়া পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করেছে, কিন্তু ধ্বংসাবশেষ কোথায়? যদি ভারত পাইলটকে ধরে থাকে তাহলে পাইলট কোথায়?"

তিনি বলেন, "পহেলগাম হামলার জন্য ভারত এপর্যন্ত পাকিস্তানকে দায়ী করার মতো কোনো প্রমাণ দেয়নি। দুই রাষ্ট্রের বিষয়ে ভারতকে এককভাবে বিচারক হতে দেয়া যায় না।"

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ