• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:২৬ এএম

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

“গতকালই উপ মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি,” লিখেছেন মি. আব্দুল্লাহ।

আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে।তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ