• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:২৯ এএম

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে বিবিসি উর্দু বিভাগের রিয়াজ মাসরুর জানিয়েছেন শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী- কারও পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোন মন্তব্য আসেনি।

যদিও একজন সরকারি কর্মকর্তা বলেছেন দু দিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছিলো।

এর আগে গত সাতই মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরের নিয়ন্ত্রণ ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করেছে এবং দুই বিমানবন্দরেই সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ