
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:২৮ এএম
শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে।
লোকজন ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি।
স্থানীয় গণমাধ্যম ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোট থেকে বিস্ফোরণের শব্দ শোনার খবরও জানিয়েছে - উভয় স্থানেই ভারতীয় প্রতিরক্ষা স্থাপনা রয়েছে যা পাকিস্তান টার্গেট করেছে বলে দাবি করা হয়েছে।
এর আগে, পাকিস্তান দাবি করেছিল যে ভারত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিতে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ভারত এখনও এই দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি।