
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:৫৫ পিএম
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।
পাকিস্তানের জিয়ো টিভিকে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান “সরাসরি যোগাযোগ" করেছে এবং "ফলস্বরূপ একটি যৌথ চুক্তিতে পৌঁছেছে"।
ইসাকদার আরও বলেন, অন্যান্য দেশও একটি সমাধান খুঁজে বের করার কাজে জড়িত ছিল- "বিশেষ করে যুক্তরাজ্য"।
"যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটিপূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
এদিকে, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যুদ্ধবিরতিকে "স্বাগত" জানিয়েছেন।
"আমি উভয় পক্ষকে এটি বজায় রাখার জন্য অনুরোধ করছি। উত্তেজনা হ্রাস করাতেই সবার লাভ," তিনি বলেন।