
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:৩৯ পিএম
ভারতীয় সময় শনিবার রাত আটটা নাগাদ ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজেই এক্স হ্যান্ডেলে দুটি পোস্ট করে এই খবর দিয়েছেন।
প্রথম পোস্টে তিনি লিখেছেন, “যুদ্ধবিরতির কী হলো এখনি? শ্রীনগরজুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে।"
দ্বিতীয়টিতে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন শ্রীনগর শহরের মাঝে "আকাশ প্রতিরক্ষা ইউনিট এখনি চালু হলো।"
শ্রীনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাসরুরও জানিয়েছেন, শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ধরন এবং কোথায় হয়েছে তা এখনো স্পষ্ট নয়।