• ঢাকা সোমবার
    ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত ২৬

প্রকাশিত: মে ১২, ২০২৫, ১১:২৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আট শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

রোববার (১১ মে) গাজার চিকিৎসা কর্মকর্তারাদের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ শহরে এক ড্রোন হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপর আরও একজন ব্যক্তি আলাদা হামলায় মারা যান।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় বাবা-ছেলে নিহত হন। শহরের পশ্চিম অংশে আরও চারজন অপর একটি ড্রোন হামলায় নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু ছিল।

এদিকে, আল-মাওয়াসি এলাকায় তৃতীয় একটি তাঁবুতে চালানো হামলায় আরও এক শিশু নিহত হয় এবং কাছেই অপর এক ড্রোন হামলায় এক যুবক নিহত হন।

গাজা সিটিতেও ইসরায়েলি গোলাবর্ষণে এক শিশু নিহত হয়। অপর এক হামলায় এক কিশোরীসহ পাঁচজন মারা যান।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আর্কাইভ