• ঢাকা মঙ্গলবার
    ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি

প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:১৯ পিএম

পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

সন্ত্রাসের সদর দফতর ধ্বংস করে দিয়েছি। পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না। এমন হুঁশিয়ারি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক আছে। আকাশ থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।

তিনি আরও বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মুল করতে হবে।

এর আগে, নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে যখন মাত্র দুদিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ভারত।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ