• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

ইসরায়েলি হামলায় অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত, নিশ্চিত করেছে ইরান

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ১০:২৯ এএম

ইসরায়েলি হামলায় অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানী নিহত, নিশ্চিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

গত রাতে একাধিক ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

তাদের মাঝে সবচেয়ে পরিচিত নাম ফেরেয়দুন আব্বাসি, যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই-এর সাবেক প্রধান ছিলেন।

এছাড়া, নিহত হয়েছেন মোহাম্মদ মাহদি তেহরানচি। তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই তালিকায় আরও আছেন আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। এদের প্রত্যেকেই তেহরানের শহীদ বেহেশতি ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন।

ষষ্ঠ জনের পুরো নাম এখনও প্রকাশ করা হয়নি। শুধু তার পদবী ‍‍`মোতাল্লেবিজাদেহ‍‍` উল্লেখ করা হয়েছে।

আর্কাইভ