• ঢাকা শুক্রবার
    ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ বললেন ট্রাম্প

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:০২ এএম

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভারত, পাকিস্তান ও চীন’সহ  বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক উৎপাদক বা মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমস। গত সোমবার মার্কিন কংগ্রেসে জমা দেয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন-এ এই তালিকা প্রকাশ করেন ট্রাম্প।

তালিকাভুক্ত দেশগুলো হলো— আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভৌগোলিক অবস্থান, বাণিজ্যিক ও অর্থনৈতিক উপাদান বিবেচনায় মাদক বা কাঁচামাল উৎপাদন ও পাচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এসব দেশ।

তবে তারা স্পষ্ট করেছে, তালিকায় থাকা মানে এই নয় যে মাদক পাচার দমন বা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে না সংশ্লিষ্ট দেশগুলো।

ট্রাম্প বলেন, গত ১২ মাসে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তির শর্ত মানতে বা কার্যকর ব্যবস্থা নিতে ‘গুরুতরভাবে ব্যর্থ’ হয়েছে।

চীন প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, দেশটি ‘বিশ্বের সবচেয়ে বড় কাঁচামাল সরবরাহকারী’ যা অবৈধ ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত হয়। পাশাপাশি চীন থেকে নাইটাজিনস ও মেথঅ্যামফেটামিনসহ অন্যান্য কৃত্রিম মাদকও বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে। তার মতে, বেইজিংকে এই প্রবাহ রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদক আমদানির কারণে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এটি এখনও ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ