
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১১:০৯ এএম
ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। দেশটির সেনাবাহিনীর রেডিওতে এমন তথ্য জানানো হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত আর্মি রেডিওর মুখপাত্র জানিয়েছেন, অভিযানের পরিধি কমিয়ে ন্যূনতম রাখার নির্দেশ দেয়া হয়েছে সেনাদের। আপাতত কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে তাদের। গাজা সিটি জয়ের লক্ষ্যে পরিচালিত অভিযানও স্থগিত করা হয়েছে।
মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। এরপর থেকেই একে একে আসছে নির্দেশনা। ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতিও নিচ্ছে তারা।