
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:৫৬ পিএম
চাকা গর্তে আটকে যাওয়া হেলিকপ্টার ঠেলছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার ভারতের কেরালায়। | ছবি: সংগৃহীত
কিছুটা দূর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারের পেছন থেকে ঠেলছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হেলিকপ্টারটি একপাশে হেলে আছে। বেশ কিছুক্ষণ ধরে ঠেলার পর সেটি সোজা হয়।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী ওই হেলিকপ্টারের ভিডিও প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। সেটির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি আজ বুধবারের। চারদিনের সফরে কেরালায় অবস্থান করছেন রাষ্ট্রপতি। রাজ্যের প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণের পর একপাশে কাত হয়ে যায়।
এমন ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সম্প্রতি স্টেডিয়ামে কংক্রিটের হেলিপ্যাড বানানো হয়। হেলিকপ্টারটি অবতরণের পর কংক্রিটের একাংশ ধসে গর্ত তৈরি হয়। সেখানে আটকে যায় চাকা। এতে যানটি এক পাশে হেলে পড়ে। এ ঘটনায় রাষ্ট্রপতি বহরের কেউ হতাহত হননি।
এনডিটিভি জানিয়েছে, প্রামাদম স্টেডিয়ামটি রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়াম নামেও পরিচিত। দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পর উপস্থিত নিরাপত্তাকর্মীরা সেটি ঠেলে সোজা করেন।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার প্রামাদম স্টেডিয়ামে অবতরণ করবে- সেটি একেবারে শেষ মুহুর্তে জানানো হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়।