• ঢাকা শুক্রবার
    ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির সফল বাস্তবায়ন সবার সমষ্টিগত দায়িত্ব

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:০৭ পিএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তির সফল বাস্তবায়ন সবার সমষ্টিগত দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য বিভিন্ন পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছে কাতার। 

কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‍‍`কাতার রাষ্ট্র সবচেয়ে দৃঢ় ভাষায় নিন্দা জানাচ্ছে ইসরায়েলি নেসেটের দুটি খসড়া আইন অনুমোদনের বিরুদ্ধে, যা দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব জোরদার করতে চায় এবং আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বৈধতার নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে।‍‍`

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‍‍`আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব গ্রহণ করতে এবং জরুরি পদক্ষেপ নিয়ে ইসরায়েলি সরকারকে তাদের বিস্তৃত নীতি ও বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ করতে অনুরোধ করি।‍‍`

উল্লেখ্য, কাতার যুদ্ধবিরতি চুক্তির কেন্দ্রীয় পক্ষগুলোর মধ্যে একটি এবং গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: আল জাজিরা। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ