প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:০৭ পিএম
গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য বিভিন্ন পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, `কাতার রাষ্ট্র সবচেয়ে দৃঢ় ভাষায় নিন্দা জানাচ্ছে ইসরায়েলি নেসেটের দুটি খসড়া আইন অনুমোদনের বিরুদ্ধে, যা দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব জোরদার করতে চায় এবং আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বৈধতার নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে।`
বিবৃতিতে আরও বলা হয়েছে, `আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব গ্রহণ করতে এবং জরুরি পদক্ষেপ নিয়ে ইসরায়েলি সরকারকে তাদের বিস্তৃত নীতি ও বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ করতে অনুরোধ করি।`
উল্লেখ্য, কাতার যুদ্ধবিরতি চুক্তির কেন্দ্রীয় পক্ষগুলোর মধ্যে একটি এবং গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: আল জাজিরা।