• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিল হামাস

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১০:৫৪ এএম

আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় থাকা আরও এক বন্দির দেহাবশেষ ইসরাইলের কাছে ফিরিয়ে দিল হামাস। বুধবার (৫ নভেম্বর) এই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দেওয়া হয়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে বুধবার আরও এক নিহতের লাশ রেডক্রসের মধ্যস্থতায় হস্তান্তর করা হয়েছে ইসরাইলের কাছে। এ নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্তানুযায়ী আরও ছয়জনের লাশ ফেরত দেবে হামাস। যার মধ্যে ইসরাইলিসহ একজন থাই ও নেপালের নাগরিক রয়েছেন। 

উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসাবে গত মাস থেকেই মৃত ইসরাইলিদের লাশ হস্তান্তর করে আসছে হামাস। শর্তানুযায়ী, ইসরাইলকে মৃত ২৮ জিম্মির লাশ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি।

অপরদিকে, মৃত বন্দিদের লাশ ফেরাতে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে বলে অভিযোগ ইসরাইলের। তবে হামাসের দাবি- ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে তাদের।

চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরাইল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। সেইসঙ্গে, সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়। 

তবে যুদ্ধবিরতি কার্যকর রাখা নিয়ে দুই পক্ষই পালটাপালটি দোষারোপ করছে। যুদ্ধবিরতি কার্যকর অবস্থায়ও গাজার বিভিন্ন অংশে বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। 

আর্কাইভ