• ঢাকা রবিবার
    ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৯:৪৫ এএম

আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) চালানো এ সিরিজ হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি। বোমার আঘাতে আহত হয়েছে আরও অন্তত ৮৭ জন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দফায় দফায় চালানো এসব বিমান হামলার শিকার হয়েছে গাড়ি থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন। উত্তরে গাজা সিটি, দেইর আল বালাহ, নুসেইরাত শরণার্থী শিবির টার্গেট করেও হামলা চালিয়েছে আইডিএফ।

এরমধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।

দেইর আল বালাহ‍‍`য় একটি বাড়িতে হামলার পর বিস্ফোরণের ঘটনায় তিনজন প্রাণ হারায়। নুসেইরাতেও হামলার টার্গেট হয়েছে আবাসিক ভবন।

তেলআবিবের দাবি, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস সদস্যরা হামলা চালানোয় পাল্টা অভিযান চালিয়েছে তারা। হামাসের ৫ সিনিয়র নেতাকে হত্যার দাবিও করেছে তারা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজায় ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনির।

আর্কাইভ