প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:১৫ এএম
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যে দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের তাইবেহ শহরে এই ড্রোন হামলা চালানো হয়।
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানায়, হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি ড্রোনগুলো রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির ওপর দিয়ে খুব নিচু দিয়ে উড়তে দেখা যায়।। একই ধরনের ড্রোন তৎপরতার খবর দক্ষিণ লেবাননের জাহরানি এলাকার কয়েকটি গ্রাম এবং উত্তর-পূর্ব লেবাননের হারমেল জেলাতেও পাওয়া গেছে।
এনএনএ আরও জানায়, দক্ষিণের ব্লিদা শহরে ইসরায়েলি ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পাশাপাশি একটি আত্মঘাতী ড্রোন ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বাড়িতে আঘাত হানে।
উল্লেখ্য, গাজা যুদ্ধকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলার পর ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও তারা আংশিকভাবে সরে গিয়ে সীমান্তের পাঁচটি ফাঁড়িতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল ১০ হাজারের বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ সময়কালে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি আহত হয়েছেন।