• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাবধান! প্রেমিকাকে ‍‍`প্রথম চুমু‍‍` খাওয়ার আগে এই ৫ প্রশ্ন না করলে কিন্তু ফাঁসবেন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৮:২৫ পিএম

সাবধান! প্রেমিকাকে ‍‍`প্রথম চুমু‍‍` খাওয়ার আগে এই ৫ প্রশ্ন না করলে কিন্তু ফাঁসবেন

লাইফস্টাইল ডেস্ক

ভালোবাসা নিখাদ হলে একে অপরের প্রতি অমোঘ আকর্ষণ অনুভূত হয়। চুম্বকের মতো টানে পরস্পরের প্রাণ। প্রেম এই স্তরে পৌঁছে গেলে চুম্বনের মধ্যে দিয়েই প্রকাশ করা যেতে পারে ভালোবাসার গভীরতা। তাই প্রণয়ের নৌকা সম্পর্কের নদী দিয়ে বহুদূর ভেসে গেলে আরও একটু কাছে টেনে নিলে ক্ষতি কী! 

মুুশকিল হল, এখনও অনেকে চুম্বনকে বাঁকা চোখে দেখেন। যদিও এরমধ্যে অশ্লীলতার কিছুই নেই। স্বাভাবিক ভালোবাসার প্রতিক্রিয়া হল চুম্বন। তাই বিদেশে এই নিয়ে বেশি রাখঢাক করা হয় না। বরং ভ্যালেন্টাইন্স সপ্তাহে একটি বিশেষ দিন উৎসর্গ করা হয়েছে চুম্বনকে। 

তবে ভারত এখনও এই বিষয়ে ততটাও আধুনিক হয়ে ওঠেনি। তাই প্রেমিকাকে চুমু খাওয়ার আগে এখনও থমকে যান পুরুষেরা। তাঁদের হৃদকম্পন বেড়ে যায়। মনে থাকে একরাশ কৌতুহল। 

তাই ভারতে নিজের প্রেমিকাকে চুম্বনের আগে মেপে পা ফেলতে হয়। আপনিও কি সেই দলে? উত্তর ‍‍`হ্যাঁ‍‍` হলে চুমু খাওয়ার আগে প্রেমিকাকে কয়েকটি প্রশ্ন করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নইলে মাঝপথেই আটকে যেতে পারে সম্পর্কের গাড়ি।

​১. আমরা তৈরি তো?​

​১. আমরা তৈরি তো?​

এই প্রশ্নটা সবার আগে করা দরকার। আসলে চুমুর মতো বিষয়কে এখনও অনেক মহিলাই সঠিক চোখে দেখেন না। তাই ঠোঁটে ঠোঁট রাখার ইচ্ছে হলে অবশ্যই সঙ্গীকে জিজ্ঞেস করুন তিনি তৈরি কিনা। তাঁর সহমত থাকলে, তবেই পরের পা রাখুন। অন্যথায় আপাতত পাশে বসেই গল্প করুন। তারপর কোনও একদিন সম্পর্কের রাস্তায় চুমুর দেখা পেয়ে যাবেন।

২. ভালোবাসা অটুট তো?

২. ভালোবাসা অটুট তো?
দুইদিন প্রেম করেই একজন মহিলাকে চুমু খেয়ে নেওয়া পুরুষোচিত কাজ নয়। বরং নিজেদের ভিতর সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে হবে। একে অপরের প্রতি ভালোবাসা ১০০ শতাংশ থাকলেই ঠোঁটে ঠোঁট রাখার সাহস দেখান। নইলে অহেতুক দমকা হওয়ার চোটে আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এই প্রশ্নটাও প্রেমিকাকে করে ফেলুন। তাঁর উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে।

৩. তাড়াহুড়ো হচ্ছে না তো?

৩. তাড়াহুড়ো হচ্ছে না তো?

এক একজন মহিলার মানসিকতা এক একরকম। কারও কাছে ১ মাস প্রেম করার পরই চুম্বন সম্ভব, তো কারও কাছে ২-৩ বছর পাশে না থাকলে এসব ভাবাও পাপ। এবার আপনি কোন ধরনের মানসিকতার নারীর সঙ্গে রয়েছেন তা জানা জরুরি। তাই প্রেমিকাকে চুম্বন করার আগে অবশ্যই জিজ্ঞেস করুন, খুব তাড়াহুড়ো হচ্ছে কি? তাঁর উত্তর শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।

৪. তিনি আদৌ পছন্দ করেন কিনা?​

৪. তিনি আদৌ পছন্দ করেন কিনা?​

এখনও এদেশের নারীরা কয়েকটি ধারণা মনের ভিতর গেঁথে রেখে দেন। এমনই একটি ধারণা হল, বিয়ের আগে লক্ষণ রেখা পেরনো উচিত নয়। এই ধারণার ভুল-ঠিক বিচার করার আমি-আপনি কেউ নই। গণতান্ত্রিক দেশে যে যার ধারণা নিয়েই চলতে পারেন। তাই আপনাকে খোঁজ নিতে হবে গার্লফ্রেন্ডের মনেও এই ধরনের কোনও ভাবনাচিন্তা রয়েছে কিনা।

​৫. কেমন ‘চুমু’ পছন্দ?​

​৫. কেমন ‘চুমু’ পছন্দ?​

গালে চুম, ঠোঁটে চুমু, কপালে চুমু… চুমুর ভাগ নিয়ে কথা বললে গোটা একটা লেখা হয়ে যাবে। তবে আপনার প্রেমিকা আবার সবধরনের চুমুতে স্বাচ্ছন্দ নাও হতে পারেন। তাই তাঁর মুখমণ্ডলের কোথায় চুমু খাবেন, এটা একজন বাধ্য প্রেমিকের মতো জিজ্ঞেস করে নিতেই পারেন। এতে প্রেমিকার মনে আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে।

আর্কাইভ