 
              প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০১:০৮ এএম
-20230402130826.jpg) 
                 ছবি: সংগৃহীত
ক্যানসার শরীরের যে স্থানে প্রথম দানা বাঁধতে শুরু করে তার ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ক্যানসারের নামকরণ করেছেন চিকিৎসকরা। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ব্লাড ক্যানসার।
ক্যানসার সম্পর্কে প্রচলিত একটি প্রবাদ হলো- ‘ক্যানসারের নেই কোনো অ্যানসার।’ ডিএনএ-তে অস্বাভাবিক ধরনের পরিবর্তনই ক্যানসারের মূল কারণ।
চিকিৎসাশাস্ত্রে ব্লাড ক্যানসারকে রক্ত উৎপাদনকারী টিসুর ক্যানসার বলা হয়ে থাকে। এই অসুখের অপর নাম লিউকেমিয়া। এ ক্ষেত্রে সুষুম্নাকাণ্ড এবং লিম্ফেটিক সিস্টেমে অসুখ ছড়িয়ে পড়ে।
ব্লাড ক্যানসারে শরীরে শ্বেত রক্তকণিকা বেশি পরিমাণে উৎপন্ন হয়। যেগুলো শরীরে ঠিকমতো কাজ করতে ব্যর্থ হয়। এতে রোগী নানাবিধ সমস্যা অনুভব করেন।
আপনার শরীরে ব্লাড ক্যানসার বাসা বাঁধতে শুরু করলে শরীরে কিছু পরিবর্তন অনুভব করবেন। যেমন:
১. কাঁপুনি দিয়ে জ্বর
২. দীর্ঘদিন ধরে ক্লান্তি
৩. বারবার ইনফেকশন
৪. হঠাৎ করেই ওজন কমা
৫. লিম্ফ নোড ফুলে যাওয়া
৬. বারবার রক্তপাত
৭. নাক দিয়ে রক্ত গড়ানো
৮. ত্বকে লাল লাল দাগ
৯. অতিরিক্ত ঘাম
১০. হাড়ে হাড়ে অসহ্য ব্যথা ইত্যাদি।
এমন উপসর্গ স্পষ্ট হয়ে উঠলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করে দিতে হবে। যদিও ক্যানসারকে হারানো অসম্ভব। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে প্রাণে বেঁচে যেতে পারেন অনেক ব্লাড ক্যানসার রোগী।
এএল/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      