• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্বামী মরলে স্ত্রী বিধবা হয়, কিন্তু স্ত্রী মরলে স্বামী কী হয়?

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৩:০৩ এএম

স্বামী মরলে স্ত্রী বিধবা হয়, কিন্তু স্ত্রী মরলে স্বামী কী হয়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে বড় পদে চাকরি করা, এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন তাদের ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমনি কিছু প্রশ্নের উত্তরসহ দেখে নেওয়া যাক….

১) প্রশ্ন: সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ।

২) প্রশ্ন: মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?
উত্তর: কেরালা।

৩) প্রশ্ন: বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: প্রফুল্ল চন্দ্র রায়।

৪) প্রশ্ন: মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর: বীরভূম জেলায়।

৫) প্রশ্ন: ‘DGP’ পুলিশের পুরো নাম কি?
উত্তর: ডিরেক্টর জেনারেল অফ পুলিশ।

৬) প্রশ্ন: জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?
উত্তর: JAXA (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি)।

৭) প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৭ সাল, দেশ ভাগের সময়।

৮) প্রশ্ন: ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমান ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে?
উত্তর: জগমোহন রেড্ডি (অন্ধ্রপ্রদেশ)।

৯) প্রশ্ন: কাউকে রক্ত দান করার পর সেই রক্ত কতক্ষণের মধ্যে পূরণ হয়ে যায়?
উত্তর: ২৪ থেকে ৪৮ ঘন্টা।

১০) প্রশ্ন: জল হজম করতে কতক্ষণ সময় লাগে?
উত্তর: জল হজম করতে কোনও সময় লাগে না, তাই বেশি বেশি করে জল পান করার পরামর্শ দেওয়া হয়।

১১) প্রশ্ন: জানেন পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দিরটি কোথায় রয়েছে?
উত্তর: কলম্বিয়ার আঙ্কার ভাটে।

১২) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগীত তারকা কে জানেন?
উত্তর: মাইকেল জ্যাকসন (৪২টি)।

১৩) প্রশ্ন: ভারতবর্ষের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তর: পরমবীরচক্র।

১৪) প্রশ্ন: সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়েছিল?
উত্তর: ২০০০ সালে।

১৫) প্রশ্ন: স্বামী মরলে স্ত্রী বিধবা হয়, স্ত্রী মরলে স্বামী কী হয়?
উত্তর: বিপত্নীক।
 

জেকেএস/

আর্কাইভ