• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকেই টের পেয়ে যায়?

প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৭:১৬ পিএম

কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকেই টের পেয়ে যায়?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

বর্তমান সময়ে যেকোন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকা খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যার সম্পর্কে হয়তো আগে কখনো শোনেননি। এবার তা নোট করে রাখতে পারেন।

১) প্রশ্ন: পৃথিবীর কোন দেশের সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায়?
ক) জার্মানি
খ) কাতার
গ) ভেনেজুয়েলা
ঘ) সৌদি আরব
উত্তর: গ) ভেনেজুয়েলা
— ভেনিজুয়েলায় পৃথিবীর সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায়। এদেশে প্রতি গ্যালন পেট্রলের দাম ভারতীয় মুদ্রায় ৪.৯৭ টাকা। যার অর্থ হল প্রতি লিটারে ভারতীয় মুদ্রায় মাত্র ১.৩৪ টাকা।

২) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি করা হয় না?
ক) আসাম
খ) জন্মু ও কাশ্মীর
গ) মেঘালয়
ঘ) নাগাল্যান্ড
উত্তর: খ) জন্মু ও কাশ্মীর
— প্রতিটি ভারতীয় নাগরিকের ক্ষেত্রে আধার কার্ড থাকা অনিবার্য। যেকোনো সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠানে আধার কার্ড একটি বিশেষ পরিচয় পত্র হিসেবে বহন করে। তবে জম্মু-কাশ্মীরে আধার কার্ড এখনো তৈরি হয়নি।

৩) প্রশ্ন: কোন দেশের জেল থেকে পালিয়ে যাওয়া অপরাধ বলে গণ্য হয় না?
ক) ইটালি
খ) ব্রাজিল
গ) জার্মানি
ঘ) দক্ষিণ কোরিয়া
উত্তর: গ) জার্মানি
— জার্মানি বিশ্বের একমাত্র দেশ, যেখানে জেল থেকে পালিয়ে যাওয়া অপরাধীকে শাস্তি দেওয়া হয় না এবং তা অপরাধ বলে গণ্য করা হয় না। বরং ওই জেলের প্রহরীদের কঠিন সাজা দেওয়া হয়।

৪) প্রশ্ন: কোন পাখিটি দুধ থেকে জল আলাদা করতে পারে?
ক) রাজহাঁস
খ) বক
গ) শালিক পাখি
ঘ) পায়রা
উত্তর: ক) রাজহাঁস
— রাজহাঁসের মুখে একটি চালনির মতো গঠন (lamellae) আছে যা কাদা থেকে জলকে আলাদা করে। এ কারণেই সম্ভবত এমন বিশ্বাস আছে যে, রাজহাঁসরা দুধ থেকে জল আলাদা করে খাঁটি দুধ পান করতে পারে।

৫) প্রশ্ন: কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকে জেনে যায়?
ক) উট
খ) জেলিফিশ
গ) কচ্ছপ
ঘ) কাঁকড়া বিছা
উত্তর: ঘ) কাঁকড়া বিছা
— কাঁকড়া বিছা একমাত্র প্রাণী যে মৃত্যুর আগেই টের পেয়ে যায়। অনেক সময় এই বিষাক্ত প্রাণীটির কামড়ে মানুষের মৃত্যুও হতে পারে। তাই যেকোনো বিষাক্ত প্রাণী দংশন করলে দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত।

 

জেকেএস/

আর্কাইভ